২৪ এপ্রিল, ২০১৮ ১৫:৫৮

বৈশাখী মেলার নামে জুয়া-হাউজি, প্রতিবাদের মুখে বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

বৈশাখী মেলার নামে জুয়া-হাউজি, প্রতিবাদের মুখে বন্ধ

দিনাজপুরের বীরগঞ্জে তীব্র প্রতিবাদের মুখে বৈশাখী মেলায় জুয়া-হাউজি-লটারি মঙ্গলবার বন্ধ করা হয়েছে । জানা যায়, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপির প্রেমবাজার নামক স্থানে গত ২২ এপ্রিল সন্ধ্যা থেকে বৈশাখী মেলার অন্তরালে জুয়া-হাউজি-লটারি চালু করা হয়েছিল।

পরে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ নেতৃবৃন্দ জুয়া-হাউজি বন্ধের দাবিতে সোমবার রাত ৯টায় থানার সামনে মহাসড়ক অবরোধ করে। রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বন্ধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। 

বন্ধের দাবিতে অবরোধ চলাকালীন বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আবু হোসাইন বিপু, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান অন্তু, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায় প্রমুখ।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন জানান, সাধারণ মানুষের প্রতিবাদে মেলা কর্তৃপক্ষই এসব বন্ধ করে দিয়েছে। 

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর