২৪ এপ্রিল, ২০১৮ ১৮:৫০

কোম্পানীগঞ্জে পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে: জয়

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে: জয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়।

মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিতা মরহুম মাস্টার মোশারফ হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। এ সময় তিনি দুই ট্রাক খেলার সামগ্রী প্রদানেরও ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, নেত্রকোনা জেলা যুবলীগের সভাপতি মাসুদ খান জনি। 

ফাইনাল খেলা রামপুর একাদশ ও চরহাজারী একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চরহাজারী একাদশকে ১-০ গোলে হারিয়ে রামপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় জাতীয় দল ও নাইজেরিয়া খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। 


বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর