২৫ এপ্রিল, ২০১৮ ১৩:০৮

ফরিদপুরে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক কর্মশালা

ফরিদপুরে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক এক কর্মশালা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এনজিও ফোরাম মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সামছুল আলম। 

বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম বিএফএফ কর্তৃক আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন- এনজিও ফোরামের আঞ্চলিক কর্মকর্তা এম এ সালাম, ব্র্যাকের সিনিয়র এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, আতিকুর রহমান। 

অনুষ্ঠানের সভাপতি বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির জানান, গ্রাম ও শহরের বিশাল একটি জনগোষ্ঠী মূল্যবোধ ও নৈতিকতার অভাবে নানা সমস্যার মধ্যে পড়ছে। বর্তমান সময়ে মানুষের মূল্যবোধ এবং নৈতিকতা তেমন একটা না থাকার কারণে সমাজে অস্থিরতা বিরাজ করছে। মানুষের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে। এরই অংশ হিসাবে গ্রামীণ নারী ও শিক্ষিকাদের প্রশিক্ষণের মাধ্যমে স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিকতা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। 

কর্মশালায় বিএফএফ কর্তৃক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা অংশ নেন। 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর