২৫ এপ্রিল, ২০১৮ ১৩:১৮

পঞ্চগড়ে ৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ, স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ, স্মারকলিপি

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

বিক্ষোভ শেষে জেলা প্রশাসন চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি আনিছুজ্জামান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন-  সংগঠনটির কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক আলিমূল রাজী, জেলা সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ হিটলার, বোদা উপজেলার আহ্বায়ক অমিয় আলম, আটোয়ারী উপজেলা আহ্বায়ক মোহাম্মদ বিপ্লব, দেবীগঞ্জ উপজেলা আহ্বায়ক দিপংকর মিঠু, সদর উপজেলার আহ্বায়ক ফারুখ হাসান, সদস্য সচিব খাজা ময়েনউদ্দীন, পৌর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম আযম। 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর