২৫ এপ্রিল, ২০১৮ ১৩:৪১

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর পুলিশের অমানুষিক নির্যাতনসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বুধবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, গোপাল সরকার, রাহাত খান ও বেলায়েত বাবলু প্রমুখ। 

বক্তারা ঢাকাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর