২৫ এপ্রিল, ২০১৮ ১৩:৪৭

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন

'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার' শ্লোগানকে সামনে রেখে, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখতে ও মুক্তিযোদ্ধাদের পরিবার সুরক্ষায় আইনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখা।

বুধবার সাড়ে ১১টায় জেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলা উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধা অংশ নেন। 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সহ-সভাপতি গোলাম রব্বানি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, নুরুল  ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কোটা বাতিলের নামে আন্দোলন থেকে ঢাবি উপাচার্যের বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বলে পরিষ্কার হয়েছে। একইভাবে কোটা বাতিলের আন্দোলনে নানাভাবে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ ও অসম্মান করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।

পরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

বিডি প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর