২৫ এপ্রিল, ২০১৮ ১৬:২১

জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মাদারীপুর প্রতিনিধি:

জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মাদারীপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, তার সরকারি মোবাইল নম্বরটি (০১৭২৬৬০৪২২২) ক্লোন করে একটি প্রতারক চক্র তার অফিসের কয়েকজন কর্মচারীর নিকট অর্থ দাবি করেন। তিনি আরো জানান, আমার অফিসের কয়েক জনের কাছে ফোন আসে। এসময় আমার সরকারি মোবাইল নম্বরটি ভেসে ওঠে। ফোন করে কয়েক জনের কাছে টাকা চাওয়া হয়েছে। আসলে এসব ফোন কল আমার নয়। এসব প্রতারকের খপ্পরে টাকা লেনদেন না করে সেজন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। কারো কাছে এরকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন। একটি প্রতারক চক্র এই অপকর্ম করেছে বলে নিশ্চিত করে জেলা প্রশাসক এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর