২৬ এপ্রিল, ২০১৮ ০২:৫৪

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ। বুধবার সন্ধ্যায় ১১৯৫ সীমন্ত পিলার এলাকা থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটকককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারগাঁও মাইজহাটি গ্রামের সলিম উদ্দিন (৩০), লালচাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও শষী চন্দ্র দাস (৩৮)।

আটককৃতদের পরিবার জানায়, বুধবার বিকেলে ১১৯৫ মেইন পিলার সংলঘ্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে চেকপোস্ট নির্মাণের জন্য ওই চার বাংলাদেশিকে কাজে লাগায় বিএসএফ। কাজ চলার এক পর্যায়ে বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টার দিকে আটককৃতদের ফেরৎ দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।

চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মোনায়েম খান জানান, আটকৃতদের ফেরৎ আনার চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর