২৬ এপ্রিল, ২০১৮ ১৪:৫১

পাবনায় জনপ্রিয়তা পেয়েছে গ্রাম আদালত

পাবনা প্রতিনিধি:

পাবনায় জনপ্রিয়তা পেয়েছে গ্রাম আদালত

গ্রাম পর্যায়ে বিরোধ মিমাংসায় পাবনায় জনপ্রিয়তা পেয়েছে গ্রাম আদালত। স্বল্প খরচে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি হওয়ায় এ আদালতের প্রতি মানুষের গ্রহণ যোগ্যতা ও আগ্রহ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।  আজ পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালতের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ তথ্য জানান।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক সালমা খাতুন ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা।

এ সময় বক্তারা গ্রাম আদালতের গ্রহণ যোগ্যতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করণের পরামর্শ দেন।

পাবনা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত এক বছরে পাবনায় গ্রাম আদালতে দায়ের হওয়া ১১৮২টি দেওয়ানি ও ফৌজদারি মামলার ৯৪৭টিই নিষ্পত্তি হয়েছে। বিচারিক আদালতের মামলা জট নিরসন ও জনভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত দেন তারা।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর