২৬ এপ্রিল, ২০১৮ ১৬:১৬

দাবি না মানলে ১৩ মে থেকে ধর্মঘটে যাবে খনি শ্রমিকরা

দিনাজপুর প্রতিনিধি:

দাবি না মানলে ১৩ মে থেকে ধর্মঘটে যাবে খনি শ্রমিকরা

শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া বেতন-ভাতা প্রদান, প্রফিট বোনাস, ফেস বোনাসসহ ১৩ দফা দাবিতে কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও খনি ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও খনির ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি দাবি আদায়ে খনির প্রধান গেটে যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে। 

সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান ১৩ দফা মেনে নেয়ার আল্টিমেটাম ঘোষণাসহ দাবি তুলে ধরেন। 
অপরদিকে বড়পুকরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ সমন্বয় কমিটি ৬ দফা দাবি আদায়ের পাঠ করেন সমন্বয় কমিটির আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. রবিউল ইসলাম (রবি) ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ১২ মে এর মধ্যে ১৩ দফা দাবি বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ মেনে না নিলে ১৩ মে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করা হবে। 

এদিকে বড়পুকরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল বলেন, পাতরাপাড়া, বাঁশপুকুর, বৈদ্যনাথপুরের ক্ষতিগ্রস্থ বাড়ী ঘরের স্থায়ী সমাধান, পাতরাপাড়া থেকে বড়পুকুরিয়া হয়ে বৈগ্রাম পর্যন্ত নতুন বাইপাস মাটির রাস্তাটি পাকাসহ ৬ দফা বাস্তবায়ন করতে হবে। 


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর