২৬ এপ্রিল, ২০১৮ ১৬:২৩

প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

পিরোজপুর প্রতিনিধি

প্রাথমিকে শতভাগ ভর্তি নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়সমূহের গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার যেভাবে কমেছে তা আরও কমিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। 

বৃহস্পতিবার সকালে পিরোজপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শহরের গোপাল কৃষ্ণ টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে  বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল, প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল , অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশে অভিভাবক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর