শিরোনাম
২৬ এপ্রিল, ২০১৮ ১৭:০৮

পিরোজপুরে রেল লাইন ও পোর্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে রেল লাইন ও পোর্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

পিরোজপুর জেলায় রেল লাইন সংযোগ ও পাড়েরহাট মৎস্য বন্দরে লাইটারেজ পোর্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর উন্নয়ন আন্দোলন নামে একটি অরাজনৈতিক সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ ওমর ফারুক সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিরোজপুর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর মুস্তফা আজিজ, সদস্য আক্তারুজ্জামান চান্নু, মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের জেলা গুলোর মধ্যে পিরোজপুর অন্যতম পুরাতন একটি জেলা। কিন্তু এ জেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া জেলার একটি। তাই এ জেলার সার্বিক উন্নয়নের জন্য পদ্মা ব্রীজের সাথে যে রেল সংযোগ করা হয়েছে তা সম্প্রসারিত করে পিরোজপুর জেলার রেল সংযোগ দিতে হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য বন্দর পাড়েরহাটে একটি লাইটারেজ পোর্ট নির্মাণ করতে হবে। তা হলেই বাংলাদেশের পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চল আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর