Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০১৮ ১৮:৪৮ অনলাইন ভার্সন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ফুলপুরগামী তেলবাহী পদ্মা গাড়ির সাথে ময়মনসিংহগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার বালিখা ইউনিয়নের দোহালিয়া গ্রামের হাজী বাড়ির মোফাজ্জল খলিফার ছেলে সদ্য বিবাহিত এনামুল হক এনা (২৬) ও একই গ্রামের মাহিন্দ্র চালক রফিকুল ইসলামের পুত্র হৃদয় (১৬) ঘটনাস্থলেই মারা যান। 

তারাকান্দা ওসি মাজহারুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। 


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

up-arrow