Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০১৮ ১৯:১১ অনলাইন ভার্সন
সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ শহরের রেলগেট মোড় এলাকায় সড়ক ও জনপথের জায়গায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পর অভিযানের শুরুতেই শ্রমিকরা স্থাপনা সরিয়ে নিতে মাত্র আধাঘণ্টা সময়ে চেয়ে বাঁধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এসময় ইট-পাটকেল ও লাঠির আঘাতে জেলা ট্রাক শ্রমিকের সাধারণ সম্পাদক নামদার হোসেনসহ প্রায় ১০জন শ্রমিক আহত হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড.মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, চিঠি ও মাইকিংয়ের মাধ্যমে সকল স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু সরিয়ে না নেয়ায় গুড়িয়ে দেয়া হয়েছে। তবে বেশি কিছু ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow