২৬ এপ্রিল, ২০১৮ ১৯:৪৫

দিনাজপুরে নারী উন্নয়ন মেলা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে নারী উন্নয়ন মেলা

দিনাজপুরে নারীদের আয়মুখী কর্মকাণ্ডের সাথে যুক্ত করা, ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও  নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল স্থান পেয়েছে। প্রতিবন্ধী নারীদের জীবনমান উন্নয়নে একটি স্টল রয়েছে যেখানে প্রতিবন্ধী নারীদের উন্নয়নের চিত্র দেখা যায়।  

দিনাজপুরের বীরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা দীপশিখা আয়োজিত দুই দিনব্যাপী এ নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বুধবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউপির সাতখামার উচ্চ বিদ্যালয় মাঠে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। মেলাটি চলবে শুক্রবার পর্যন্ত।  

আয়োজক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।  সভা শেষে ২৫জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর