২৬ এপ্রিল, ২০১৮ ১৯:৫৮

বগুড়ায় মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় মাদক বিরোধী সমাবেশ

বগুড়ায় জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শহীদ খোকন পৌর শিশু পার্কে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জালাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বগুড়া’র জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজশাহী) জাফরুল্লাহ কাজল, বগুড়া পৌরসভার মেয়র এ্যাডঃ একেএম মাহবুবর রহমান, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশে জেলার আলেম সমাজ, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতায় যুব সমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের যুব সমাজের অবক্ষয়ের উন্নতম করণ হলো মাদক। মাদক বিক্রেতা ও মাদক গ্রহণকারীদের সমাজে সুস্থ পরিবেশে ফিরে আনতে সকল শ্রেণির পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর