২৬ এপ্রিল, ২০১৮ ২১:৪৫

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

সিরাজগঞ্জে বজ্রপাতে হাবিবুর রহমান হাবিব (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্ব মাহনপুর গ্রাম এ ঘটনা ঘটে। হাবিবুর ওই গ্রমের আজিজুল হকের ছেলে।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নবীদুল ইসলাম জানান, বিকেলে বৃষ্টির মধ্যে যমুনার চরে গরুর জন্য ঘাস আনতে যান হাবিবুর। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে হাবিবুর মারা যান।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর