২৭ এপ্রিল, ২০১৮ ১১:৫২

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সাতটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এসময় এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম শাহীন হোসেন (৩২)। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর লুৎফুল কবীর। তিনি ঘটনাস্থল থেকে জানান, সাতটি বারের ওজন প্রায় ৭০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের কাঁঠালতলা এলাকায় অবস্থান নেয় চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি দল। এসময় আলমডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

আটককৃত শাহীন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মৃত আমির উদ্দীনের ছেলে। 

বিডি প্রতিদিন/২৭এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর