Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ মে, ২০১৮ ১৯:১৭ অনলাইন ভার্সন
প্রতিরোধ ব্রিগেডের ৬ মাসের সফলতা
ত্রিশালকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা
ময়মনসিংহ প্রতিনিধি
ত্রিশালকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। ব্রিগেড কর্মীদের ব্যাপক সফলতায় বুধবার সকালে উপজেলার নজরুল একাডেমী মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন তিনি। এসময় বিগ্রেড সদস্যরাও উপস্থিত ছিলেন।

ত্রিশাল উপজেলা প্রশাসন আয়োজিত বাল্যবিয়ে মুক্ত ঘোষনা অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মীনী রাজিয়া সুলতানা, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক লোকমান হোসেন।
 
বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ ব্রিগেডের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্রিগেড লিডার মাহবুবা আলম তৃপ্তি। এসময় ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী, শিক্ষক ও ১৮টি ব্রিগেড টিমের ১শ’ ৮৬ জন কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক খান বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিমুক্ত সমাজ গঠনে তৃণমূলের প্রতিটি পরিবারকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এই অভিশাপ থেকে আমাদের দেশকে বাচাতে হবে।
 
এ সময় বাল্য বিয়ে প্রতিরোধে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের উদ্ভাবিত শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রতিরোধ ব্রিগেড টিমের কার্যক্রম ডকুমেন্টারীর ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বলেন বাল্য বিয়ে প্রতিরোধে ত্রিশাল উপজেলার প্রতিরোধ টিমের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের সকল উপজেলায় টিম গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
 
ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাষ বলেন, বাল্য বিয়ে মুক্ত হতে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। বিগ্রেড টিমের মাধ্যমেই এ আন্দোলন গড়ে তুলা সম্ভব। 

২০১৭ সালের ৩১ অক্টোবর পাইলট প্রকল্প হিসেবে উপজেলার ধলা স্কুলে ১০ জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ টিম গঠন করা হয়। পরে পাইলট প্রকল্পের সফলতা পেয়ে গত ৬ই ফেব্রুয়ারী উপজেলার ১২টি ইউনিয়নে ১৮টি টিম ১৮৬ জন সদস্যদের নিয়ে গঠনের মাধ্যমে গত ৬ মাসে আইন প্রয়োগ ছাড়াই সচেতনতার ও ক্যাম্পিংয়ের মাধ্যমে ৬৮টি বাল্য বিবাহ বন্ধ করছে। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow