Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মে, ২০১৮ ১৪:৫০ অনলাইন ভার্সন
নেত্রকোনায় গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা

নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় দিনব্যাপী মতমিবিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ইউএনডিপি কমিউনিকেশ এন্ড আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ, ডিষ্ট্রিক্ট ফ্যসিলিটেটর আব্দুল্লাহ আল মুজাহিদ, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন নেত্রকেনা জেলা সমন্বয়কারী আব্দুস সামাদ নয়ন। পরে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সুপারিশ ও পরামর্শ তুলে ধরা হয়। এ সময় সভায় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালত সম্পর্কে সুবিধা অসুবিধা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow