Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ মে, ২০১৮ ১৬:৫৩ অনলাইন ভার্সন
বিদেশি পিস্তল ও গুলিসহ ময়মনসিংহে আটক ২
ময়মনসিংহ প্রতিনিধি
বিদেশি পিস্তল ও গুলিসহ ময়মনসিংহে আটক ২
bd-pratidin

ময়মনসিংহের গফরগাঁও থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আনিসুর রহমান (৫৯) ও আতিক (৫২) নামের দু’জনকে আটক করেছে র‌্যাব-১৪।

বুধবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানার ছাপিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অপারেশন অফিসার এএসপি হাফিজুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র এনে ওই এলাকায় ব্যবসা চালাচ্ছিলেন বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow