২০ মে, ২০১৮ ১৬:১৩

ধুনটে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক,বগুড়া:

ধুনটে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জায়দা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে এক প্রতিবেশী। আজ উপজেলার চিকাশী গ্রামে এঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। এঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মেহের আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টায় চিকাশী গ্রামের ইউসুফ আলীর ছেলে মেহের আলী তার জমির ধান কেটে বাড়ির উঠানে মাড়াই করছিল। এসময় প্রতিবেশী জায়দা বেওয়ার একটি ছাগল মেহের আলীর ধান খেতে থাকে। এতে মেহের আলী ক্ষিপ্ত হয়ে ওই ছাগলটিকে পিটিয়ে পা ভেঙে দেয়। এবিষয়ে ছাগলটির মালিক জায়দা বেওয়া প্রতিবাদ করলে মেহের আলী তাকেও লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানানএক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর