২০ মে, ২০১৮ ১৬:৫৫

কলারোয়া সীমান্তে স্বামী-স্ত্রীসহ ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি

কলারোয়া সীমান্তে স্বামী-স্ত্রীসহ ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ওই তিন বাংলাদেশি হলেন আ. আলীমের ছেলে রাজু ও তার স্ত্রী শিউলি বেগম এবং শিলন শেখের স্ত্রী আয়শা বেগম। সকলে খুলনা জেলার খান জাহান আলী থানার শিরোমনি এলাকার বাসিন্দা।

কলারোয়া মাদরা বিওপি ক্যাম্পের হাবিলদার আকরম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএএফ’র কাছে আটক হয় ওই তিন বাংলাদেশি। পরে পত্র মারফত পতাকা বৈঠকের আহ্বান জানালে আজ (রবিবার) ১৩/৩ এস আরবির নিটক পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করে।

বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর