২০ মে, ২০১৮ ১৭:৩৬

সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জে বিস্ফোরক আইনে এক জেএমবি সদস্যকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল'র (১) বিচারক ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।  

দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ বাহাদুর (৩০) চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারী আমতলা এলাকার আবু ইউসুফের ছেলে। 

আদালতের পিপি আডভোকেট আব্দুর রহমান জানান, ২০১৬ সালের ১৮ জুলাই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় গোপন বৈঠক করার সময় ডিবি পুলিশ আতাউল্লাহ বাহাদুরকে আটক করে। ওই সময় তার কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। ওই মামলায় বিস্ফোরক আইনের ধারায় বিচারক আতাউল্লাহকে সাজা দিয়েছেন। আটকের পর থেকে সে কারাগারেই রয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর