২০ মে, ২০১৮ ২২:২২

কলাপাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ১৫টি ঘরবাড়ি লন্ডভন্ড

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ১৫টি ঘরবাড়ি লন্ডভন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ ঘূর্ণিঝড়ে ১৫টি কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় গাছ-পালা, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ। আজ উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলোনির আবাসনে আকষ্মিক ঝড় বয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। 

স্থানীয়রা জানায়, দুপুরে  হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়। ক্রমশই বাতাসের গতি বেগ বাড়তে থাকে। উড়িয়ে নেয় ঘরের চাল। এতে কমপক্ষে ১৫টি বসতঘর ও গাছ পালা ভেঙ্গে পড়ে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন শিকদার জানান, এলাকার ওইসব পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমু জানান, বিষয়টি স্থানীয়রা তাকে জানিয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর