২১ মে, ২০১৮ ১৬:৫১

দিনাজপুরে সড়ক দখল করে খড়, ধান শুকানোয় দুর্ঘটনার আশঙ্কা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে সড়ক দখল করে খড়, ধান শুকানোয় দুর্ঘটনার আশঙ্কা

দিনাজপুরের বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলোর বিভিন্ন স্থানে রাস্তা দখল করে ধান, খড় শুকানো হচ্ছে। এতে চলাচলে চরম দুর্ভোগ। ধানের খড় পিচ্ছিল হওয়ায় সামান্য কারণে দুর্ঘটনার আশংকায় রয়েছেন যানবাহন চালকেরা।  রাস্তার উপরে ইরি-বোরো ধান কাটা-মাড়া ও খড় শুকানো পুরোদমে শুরু হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় ঘটছেও দুর্ঘটনা।

চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজার হতে দেবিগঞ্জ বাজার রাস্তা, বিন্যাকুড়ি বাজার হতে ইছামতি ডিগ্রী কলেজ, চিরিরবন্দর হতে আমতলী বাজার রাস্তা, শান্তির বাজার হতে ভায়া কতুবডাঙ্গা উচিতপুর রাস্তাসহ ছোট রাস্তাগুলোতে কৃষকরা বাধাহীনভাবে পাকা রাস্তার উপরে ধান,খড় শুকানো কাজ করছে। ধানের খড় অতিব পিচ্ছিল হওয়ায় সামান্য কারণে যানবাহন পিছলে ভয়াবহ দূর্ঘটনা ঘটছে। 

ভ্যানচালক রশিদুল হক, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও অটো রিক্সাচালক মতিউর রহমান, নুর আলম বলেন রাস্তার উপরে ধান খড় শুকানোয় যাত্রী নিয়ে চলাচল দূরহ হয়ে পড়েছে। কৃষকসহ তাদের লোকজনরা ঠিকমত সাইড দিতে চায়না। ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। 

মোটরসাইকেল চালক ব্যবসায়ী উত্তম রায় বলেন, অতীব কষ্ট করে চলাচল করছি। ধান-খড় ছাড়াও খুড়িয়ার বীজ রাস্তায় দেয়ায় সামান্য পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে গাড়ী পিছলে যাচ্ছে।
 
রাস্তায় ধান শুকানো কৃষক আব্দুল মতিন ও খাদেমুল ইসলাম বলেন, বাড়িতে ধান মাড়াইয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় এ সময়টাতে অনেকটা বাধ্য হয়ে এ অন্যায় কাজ করতে হচ্ছে। অনেকে বকাবকি করলেও কানে শুনতে হচ্ছে। 

বিভিন্ন উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় ধান ও খড় না শুকানোর জন্য মাইকিং করা হচ্ছে। তবে কোন ব্যবস্থা নেয়া হয়নি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর