শিরোনাম
২২ মে, ২০১৮ ১৪:৩৯

কিশোরগঞ্জে দুইদিন ব্যাপী দুর্যোগকালীন কর্মশালা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে দুইদিন ব্যাপী দুর্যোগকালীন কর্মশালা শুরু

কিশোরগঞ্জে দুর্যোগকালীন ওয়াশ ইন ইমার্জেন্সি এবং মূল মানবিক আদর্শমানের ওপর দুদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। অক্সফাম ও পপি এলনা প্রকল্পের সহায়তায় সাদ বাংলাদেশ এর উদ্যোগে পপি পার্ট মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোকাররম হোসেন আজ মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন। সাদ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগরের সভাপতিত্বে কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা করেন পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন, কারিগরি সমন্বয়কারী মো. ইমদাদুল হক, প্রকল্প কর্মকর্তা হারুন অর রশিদ, নজরুল ইসলাম মানিক প্রমুখ।

আয়োজকরা জানান, দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা কার্যক্রমে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে পারবেন। এলনা লীড প্রকল্পের কিশোরগঞ্জ এলাকার ৩০ জন লীড এক্টর প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামীকাল বুধবার বিকালে কর্মশালা শেষ হবে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর