২২ মে, ২০১৮ ১৬:৫৪

ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। 

সভায় বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মকিমউদ্দিন, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক তোফাজ্জাল হোসেন, বেগুনবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর জব্বার, সিনিয়র সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধাণ শিক্ষক মতিয়র রহমান, সাধারণ সম্পাদক মানিক চাঁদ রায়, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ রাজা প্রমুখ। আর বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শহিদুল ইসলাম। 

গত বছরের বাজেটের সাথে মিল রেখে কোন কর আরোপ ছাড়াই ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব ও প্রাপ্তি আয় ধরা হয়েছে ১ কোটি, ১২ লাখ ৭৮ হাজার টাকা। এর বিপরীতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও রাজস্বসহ উন্নয়ণখাতে ব্যায় ধরা হয়েছে ১ কোটি, ১১ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর