২৩ মে, ২০১৮ ০২:২৫

ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক

ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত সেই মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক (৩৫)।  ফারুক চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে ফেনী শহরতলীর কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি প্ররাইভেট কারসহ ২২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করে র‌্যাব। 

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদপুল এলাকায় টহল বসায়। এসময় মাদক ব্যবসায়ী ফারুক কালিপাল দিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে ফারুকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এসময় একটি প্রাইভেটকার, ২২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ানশ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করে র‌্যাব। ফারুকের বিরুদ্ধে মাদকসহ অসংখ্য মামলা বিভিন্ন থানায় রয়েছে। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর