২৩ মে, ২০১৮ ১৭:০২

মোরেলগঞ্জে ৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জে ৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য প্রায় ৪ কেটি টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেছে। 

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বুধবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সভায় এ বাজেট ঘোষণা করেন। 

বেসরকারি সংস্থা ডর্প এর পানিই জীবন প্রকল্পের ফেইজ-২ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান। 

এবারের বাজেটে যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে ৩ কোটি ৯৮ লাখ ৭৪ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা গেল বছরের চেয়ে ২ কোটি ৭২ লাখ টাকা বেশি। 

উন্মুক্ত এ বাজেট সভায় ইউপি সদস্য মৃধা মনিরুজ্জামান জসিম, মো. আবুল কালাম আজাদ, বাকির হোসেন লুৎফর, প্রধান শিক্ষক এনামুল হক শামীম, র্ডপ প্রতিনিধি সুমীত্রা রানী রিতা প্রমূখ বক্তৃতা করেন। সভা শেষে জামিরতলা গ্রামের ভিক্ষুক সাহিদা বেগমকে পরিষদের পক্ষ  থেকে সেলাই মেসিন প্রদান করা হয়। 

বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর