২৩ মে, ২০১৮ ১৭:৫৪

কলাপাড়ায় দেড় কোটি টাকার খসড়া বাজেট ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় দেড় কোটি টাকার খসড়া বাজেট ঘোষণা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউানিয়ন পরিষদের জন্য প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য এ খসড়া বাজেট জনগণের সামনে তুলে ধরেন ইউনিয়ন পরিষদ সচিব ইব্রাহিম খলিল। বাজেটে এক কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৬ শত ৩৪ টাকা আয় ও ব্যায় সমান রাখা হয়েছে। 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান কোক্কা। 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ-সভাপতি আবুল বশার শিকদার, ইউপি সদস্য সৈয়দ মোফাজ্জেল হোসেন, সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ হালাদার, রাখাইন নেতা বাবু উচে মাস্টার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক রাসেল কবির মুরাদ, বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রকল্প কর্মকর্তা বদিউজ্জামান রানা প্রমুখ।


বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর