২৫ মে, ২০১৮ ১৪:০৩

পটুয়াখালীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহজাহান প্রধান, বয়স ৪৫ বছর। শুক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকার আন্ধারমানিক নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানায়, বুধবার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আন্ধারমানিক নদীতে ড্রেজারে কাজ করার সময় অসাবধানতা বসত নদীর পানিতে পড়ে যায় শাহজাহান। তাৎক্ষণিকভাবে নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার ভাতিজা আল-আমিন প্রধান কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সকালে অন্ধারমানিক নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তা শনাক্ত করে।

এদিকে, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর