২৫ মে, ২০১৮ ২১:১৯

মাদারীপুরে ৫০ অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে ৫০ অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

মাদারীপুরের মস্তফাপুরে প্রায় ৫০টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় ব্রিজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে কুমার নদের পাড়ে অবৈধভাবে গড়ে তুলেছিল অবৈধ স্থাপনা। এছাড়াও নদের মধ্যে ইটের দেয়াল তুলে রাখা হয়েছিল। এ নিয়ে একাধিকবার দোকানঘর মালিকদের নোটিশ দেওয়া হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। পরে বড় ব্রিজ এলাকাসহ মস্তফাপুর বাজারে তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ৫০টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নাহিদ। এছাড়াও বাজারের কয়েকটি পাইকারী মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা করা হয়।

মাদারীপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর