২৫ মে, ২০১৮ ২২:০২

শ্বশুর বাড়িতে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি:

শ্বশুর বাড়িতে নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান

কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম শ্বশুর বাড়িতে তার ১১৯তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শুক্রবার ‘দৌলতপুরে নজরুল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। 

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে নজরুল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। 

শনিবার সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছাড়াও ‘নজরুল ও নার্গিস : প্রেম ও বিচ্ছেদের উপাখ্যান’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমি ও নার্গিস-নজরুল শিল্পকলা একাডেমির পরিবেশনায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আবদুল কাইয়ুম খসরু। এতে স্বাগত বক্তব্য রাখবেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম। 

উল্লেখ্য-মুরাদনগরের নার্গিস আসার খানমকে কাজী নজরুল ইসলাম প্রথম বিয়ে করেছিলেন। এদিকে কুমিল্লা নগরীতে চেতনায় নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর,পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।


বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর