২৫ মে, ২০১৮ ২২:২১

দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বে অদ্বিতীয়: জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বে অদ্বিতীয়: জ্যাকব

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন দারিদ্র বিমোচনে শেখ হাসিনা বিশ্বে অদ্বিতীয়। বাংলাদেশে দারিদ্র দূরীকরণে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

শুক্রবার ভোলার চরফ্যাশনে কুলছুমবাগ এ. মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দারিদ্র নারীদের মাঝে ঈদুল ফিতরের শাড়ি বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে বিশ্বের মধ্যে অন্যতম দেশ হিসেবে একসময় সফলতা অর্জন করবেই বাংলাদেশ।

উপমন্ত্রী বলেন, অসহায় গরীব দুঃখী মানুষের দুঃখ কষ্ট আওয়ামী লীগই বোঝে। রমজান মাসে নিত্যপণ্যের সহনীয় এবং মানুষের ক্রয় ক্ষমতা নাগালের মধ্যে থাকায় জনসাধারণকে কোন রকম দুর্ভোগ পোহাতে হয়নি। আমার নির্বাচনী এলাকার অসহায় কোন দরিদ্র মা-বোন নতুন শাড়ি কাপড়ের অভাবে আসন্ন ঈদ উৎসব হতে বঞ্চিত হবে না।

এর আগে তিনি ৮৮ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন ঘোষের হাট লঞ্চঘাট সংরক্ষণ ও ড্রেজিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তব্য দেন।


বিডি প্রতিদিন/২৫ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর