২৬ মে, ২০১৮ ১৩:৩১

নেত্রকোনায় ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু

ফ্রিলেন্সিং আর স্বপ্ন নয়, ফ্রিল্যান্সিং এখন বাস্তব” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ৫০ দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের উদ্বাধন করা হয়েছে। শনিাবার সকাল সাড়ে ১০ উই আর ফ্রিল্যান্সার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌর শহরের সাতাপাই আর্দশ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। 

আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম খান। এ সময় স্বেচ্ছাসেবী ফ্রিল্যান্সার প্রশিক্ষক সোহায়েব আহমেদের পরিচালনায় ফ্রিল্যান্সিং বিষয়ক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী ফ্রিল্যান্সার প্রশিক্ষক শাহারিয়ার আমান সানি। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী আরিফিন নাইম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপিতি মতিউর রহমান খান, চেম্বার অব কর্মার্স সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রবীন চিকিৎসক আব্দুল হামিদ খান। এসময় বক্তারা বেকার যুবসমাজকে ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্ত হতে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মহৎ উদ্যোগকে স্বাগত জানান তারা।


বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর