২৬ মে, ২০১৮ ১৭:২৬

'মাদক নির্মূলে সঠিক পথেই আছে সরকার'

অনলাইন ডেস্ক

'মাদক নির্মূলে সঠিক পথেই আছে সরকার'

ফাইল ছবি

মাদক নির্মূলে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। এর কারণে আজ প্রতিটি পরিবার আতঙ্কিত। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

শনিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যেগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে জঙ্গিবাদ নির্মূল করেছেন, ঠিক একইভাবে মাদকও নির্মূল করবেন।’

ইয়াবা যুব সমাজকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে আমু বলেন, ‘কোনো দেশকে ধ্বংস করার উদ্দেশ্য থাকলে ষড়যন্ত্র করে সে দেশে মাদক ঢুকিয়ে দেওয়া হয়। মিয়ানমার তাদের লোক দিয়ে বাংলাদেশে মাদক ছড়িয়ে দিচ্ছে। এ কাজে যারা সহযোগিতা করছে, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ধর্ম প্রচার আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা এক নয়। অনেক উপায়ে ধর্ম প্রচার করা যায়। কিন্তু ধর্মের নামে রাজনৈতিক দল গঠন করে নৈরাজ্য সৃষ্টি করা চলবে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এখানে ধর্মের নাম করে জঙ্গিবাদ সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল।’ 

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ৪০ শিক্ষার্থীদের হাতে জনপ্রতি পাঁচ থেকে দশ হাজার টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক।

মুসলিম এইড বাংলাদেশ’র প্রতিনিধি ইকবাল আহম্মেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জেলার দুস্থ ও অসহায় ২৫০ জনকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও শিল্পমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ১৫টি প্রতিষ্ঠান ও ২৭জন ব্যক্তিকে পাঁচ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/২৬ মে ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর