২৮ মে, ২০১৮ ১২:৫৩

ফুলপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফুলপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

ময়মনসিংহের ফুলপুরে আজসকাল সাড়ে ১০টার দিকে নিরাপদ মাতৃত্ব দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সবিতা ধর।  

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে শুরু হয়ে র‌্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফুলপুর হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় ‘কমাতে হবে মাতৃত্বহার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার’ প্রতিপাদ্য বিষয়ে বত্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. সবিতা ধর, ডা. আমিরুল ইসলাম সোহেল, ডা. রফিকুল ইসলাম, ডা. জাকির হোসেন, এমটি ইপিআই কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।

ডা. সবিতা ধর বলেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার কারণে মেয়েরা অপুষ্টি ও রক্ত শূন্যতায় ভোগে। ফলে নিরাপদ মাতৃত্ব হুমকির মুখে পড়ে। এরপর ডা. আমিরুল ইসলাম বলেন, ফুলপুর হাসপাতালে বর্তমানে নিরাপদ মাতৃত্বের হার ৩৭%। ভবিষ্যতে এটাকে আরো উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাবে ফুলপুর হাসপাতাল কর্তৃপক্ষ। 

ডা. জাকির হোসেন বলেন, একজন নিরাপদ মা-ই একজন নিরাপদ শিশুর জন্ম দিতে পারে। তাই মা’দের নিরাপত্তায় কাজ করতে হবে। ডা. সন্ধ্যা রাণী সরকার বলেন, একজন নিরাপদ মাকে সন্তান জন্ম দিতে হলে গর্ভবতী অবস্থায় নিরাপদ ও পুষ্টিকর খাবার খাওয়া একান্ত প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সবিতা ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা. সাব্বির হোসেন, ডা. অনন্ত, কার্ডিও গ্রাফার জুয়েল প্রমুখ। ইউএসএ আইডি ইউনিসেফ, মেরী স্টোপস, পপুলেশন কাউন্সিল, সেইভ দ্যা চিলড্রেনসহ বিভিন্ন সংস্থার অর্থায়নে  দিবসটি পালিত হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর