Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১০:২২ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৪:৫৩
মুহুরীর পানি বিপদসীমার ২৭০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
ফেনী প্রতিনিধি
মুহুরীর পানি বিপদসীমার ২৭০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত
ফাইল ছবি

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মুহুরী নদীর পাঁচটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশে দুটি স্থানে এবং পরশুরামের চিথলিয়া ইউনিয়নের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়। 

বাঁধ ভেঙে ফুলগাজীর ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া গ্রাম প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার আরও ৪টি গ্রাম প্লাবিত হয়। 

বুধবার বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখার সময় মুহুরী নদীর পানি বিপদ সীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। 

বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow