Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১০:৪৫ অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুন, ২০১৮ ১৪:৫৩
মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ
মৌলভীবাজার প্রতিনিধি
মনু ও ধলাই নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ
ফাইল ছবি

মৌলভীবাজারের মনু নদ ও ধলাই নদীর পানি বেড়ে প্রতিরক্ষা বাঁধে ৮টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে বুধবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫টি ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। 

গত দু'দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নে করিমপুর, সুনানন্দপুর, বাসুদেবপুর, রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর, আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া স্থানে ধলাই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে গেছে।

অন্যদিকে, মনু নদের কুলাউড়া উপজেলার শরিফপুর, টিলাগাও ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ডুবে গেছে আউশ ধান, সবজিক্ষেতসহ গ্রামীণ সড়ক। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।


বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow