Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১৫:৪৪ অনলাইন ভার্সন
বরিশালে দুই শতাধিক দুস্থ শিশুর মাঝে ঈদ সামগ্রি বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে দুই শতাধিক দুস্থ শিশুর মাঝে ঈদ সামগ্রি বিতরণ

দুই শতাধিক এতিম ও অসহায়-দুস্থ শিশুকে ঈদের সামগ্রি দিয়েছে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)। বুধুবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। 

বিবিডিসি’র সভাপতি আওলাদ খানের সভাপতিত্বে ঈদ পোশাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ এবং সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ। 

তানভীর আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিবিডিসি’র সাধারণ সম্পাদক নিরব হোসেন ও সদস্য বাইজিদ হোসেন খানসহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে মেয়ে শিশুদের পোশাক ও মেহেদী এবং ছেলে শিশুদের শার্ট, জিন্সের প্যান্ট ও সানগ্লাস উপহার দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow