Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুন, ২০১৮ ১৭:২৩ অনলাইন ভার্সন
কুমিল্লায় তরুণ রক্তদাতাদের সম্মাননা
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় তরুণ রক্তদাতাদের সম্মাননা

বিশ্ব রক্তদাতা দিবসে কুমিল্লায় তরুণ রক্তদাতাদের সম্মাননা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লা শহরতলীর বারপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। সামাজিক সংগঠন ‘হাসি’-এর উদ্যোগে এই সম্মাননার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইকবাল বাশার তনয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, বাখরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুবা হক, সমাজ সেবক মনিরুল ইসলাম ও এম. রুবেল।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল হক ও সংগঠক মো. শাকিল।  

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow