Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুন, ২০১৮ ১৭:৪৬ অনলাইন ভার্সন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ফারুক হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফারুক অরণখোলা গাছাবাড়ীর আড়ালিয়া পাড়া এলাকার জোয়াদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান,  ঈদের দিন বিকেলে বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে ফারুকসহ তিনজন বেড়াতে বের হন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর শহরের কলেজ গেটের কাছে পৌঁছলে হঠাৎ ঝাঁকি লেগে পেছন থেকে পড়ে যান ফারুক। এ সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ফারুককে নিয়ে গিয়ে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow