১৭ জুন, ২০১৮ ২১:২৭

অশালীন মন্তব্যের জেরে যুবককে গণপিটুনিতে হত্যা

অনলাইন ডেস্ক

অশালীন মন্তব্যের জেরে যুবককে গণপিটুনিতে হত্যা

প্রতীকী ছবি

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ইভটিজিংকে কেন্দ্র করে এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। মৃত সেই যুবকের নাম আফসার কামাল ওরফে কালাপুতু (৩৬)। 

রবিবার বিকেল সাড়ে ৪টায় খুরুশকুলের গেইল্যা বাপের পাড়ায় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত কামাল ওই এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে। এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এ বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘মনসুর ও তার শ্যালিকাকে ইভটিজিং করেছেন শেখ কামালের ভাতিজা (বেলাল)। এর প্রতিবাদ করায় মনসুরকে বেধড়ক মারধরও করা হয়। বিষয়টি সুরাহা করার জন্য আমি কয়েক দফায় শেখ কামালকে ফোন করি। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তখন ঘটনার মীমাংসা করতে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু সেসময় বেলাল ও কালাপুতুরের নেতৃত্বে ২০-৩০ জন আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে উভয়পক্ষে হাতাহাতি হয়। এতে গণপিটুনির শিকার হয়ে কালাপুতু গুরুতর আহত হলে আমি তাকে উদ্ধার করে হাসপাতাল আনি।’

এ বিষয়ে কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, চেয়ারম্যানকে হাসপাতালেই ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর