শিরোনাম
১৮ জুন, ২০১৮ ১৪:৪৮

মাদারীপুরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষ

ফাইল ছবি

মাদারীপুর সদর উপজেলার ধূরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার চাছার গ্রামে এই হামলায় অন্ততপক্ষে ১০ জন আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাওলাদারের সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা নান্নু মিয়া সাথে বিরোধ চলে আসছিল। রবিবরা বিকেলে নান্নু মিয়া চাছার বাজার এলাকায় তার সমর্থকদের নিয়ে একটি চটপটির দোকান উচ্ছেদে যায়। এ সময় হাবিবুর রহমান বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে নান্নু মিয়া তার সমর্থকদের নিয়ে স্থানীয় বন্ধুমহল নামের একটি ক্লাবঘরে হামলা চালায়। 

এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে আহত হয় অন্তত ১০ জন। আহতদের স্থানীয় ও মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব জানান, খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর