Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৮ জুন, ২০১৮ ২১:৪৯

টেকনাফে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):

টেকনাফে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর সড়কে সিএনজি ও চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা (সিএনজি) চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি বাহরছড়া ইউনিয়নের শামলাপুর ঘোনারপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে ধলা মিয়া। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সোমবার ১২ টার দিকে টেকনাফের  হোয়াইক্যং শামলাপুরের আঞ্চলিক সড়ক  ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও পার্শ্ববর্তী লোকজন আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, একটি সিমেন্ট বোঝাই চাঁদের গাড়ি (জীপ) হোয়াইক্যং হয়ে যাচ্ছিল। বিপরীতমুখী আসা যাত্রীবাহী সিএনজি ফরেস্ট অফিসের সামনে সড়কের বাঁকের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। অপর দুই যাত্রী আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। 

হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এএসআই রাজু কান্তি দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ সিএনজি ও জীপ জব্দ করেছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান


আপনার মন্তব্য