Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুন, ২০১৮ ২০:০৪ অনলাইন ভার্সন
সেনবাগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মাহাদী ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ট্টটরিয়া গ্রামের গফু হাজীর নতুন বাড়ীতে এই ঘটনা ঘটে। 

নিহত মাহাদী ইসলাম ওই বাড়ীর কুয়েত প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে মাহাদী ঘর থেকে বের হয়ে কোন এক সময় নিখোঁজ হয়। এরমধ্যে তার মা বিবি কুলসুম সন্তানের কথা মনে হলে খুঁজতে থাকে। কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পুকুর পাড়ে গিয়ে দেখে মাহাদীর লাশ পানিতে ভাসছে। পরে তার আত্মচিৎকারে লোকজন ছুঁটে এসে দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৮/হিমেল

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow