Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ জুন, ২০১৮ ২১:০৬
আপডেট : ১৯ জুন, ২০১৮ ২১:২০

ঠাকুরগাঁওয়ে গরু চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে গরু চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী আটক

গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী ছাগল ডাঙ্গী গ্রামে গরু চুরি করতে গিয়ে একটি গরুসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী ছাগল ডাঙ্গী গ্রামে আইয়ুব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা যায়, জেলার রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের ফজলু আলম (৩০) ও তাঁর স্ত্রী দুলালী বেগম (২৫) আইয়ুব আলীর গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে আটক করে। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস অফিস ও ইএসডিও অফিসের সামনে গরুটিকে রাণীশংকৈল  নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় লোকজন দেখে ফেললে গরু চোর দম্পতিকে আটক করে। 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরু চুরির চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে ও মামলার প্রস্তুতি চলছে।


বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৮/হিমেল


আপনার মন্তব্য