২০ জুন, ২০১৮ ১০:০৯

'নাট্যচর্চার শক্তি ও মঞ্চনাটকের দর্শক' শীর্ষক আলোচনা

পঞ্চগড় প্রতিনিধি

'নাট্যচর্চার শক্তি ও মঞ্চনাটকের দর্শক' শীর্ষক আলোচনা

পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ এর  আয়োজনে ‘নাট্যচর্চার শক্তি ও মঞ্চনাটকের দর্শক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। মঙ্গলবার রাতে ভূমিজের নিজস্ব কার্যালয়ে রাত ৮টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এই আলোচনা চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান। আলোচনায় অংশ নেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান, আমলাহার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, ভজনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উদীচী জেলা সংসদের সভাপতি শফিকুল ইসলাম, নাট্যকার ও নির্দেশক সরকার, কবি শৈশব রাজু প্রমুখ। বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীরা ছাড়াও এসময় জেলার কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচক ড. ইসরাফিল শাহীন বলেন, মঞ্চ নাটককে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। পরিশুদ্ধ নাট্যকর্মী হয়ে উঠা জরুরি। এ জন্য নাট্য কর্মী তৈরি করতে হবে। মঞ্চনাটক শুধু আনন্দের জন্য নয়। একটি দেশের পরিবর্তন ও উন্নয়নে মঞ্চনাটকের ভূমিকা অপরিসীম। 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর