২০ জুন, ২০১৮ ১৩:৩৮

গাঁজার ব্যবহার বৈধ করতে কানাডার সিনেটে বিল পাশ

অনলাইন ডেস্ক

গাঁজার ব্যবহার বৈধ করতে কানাডার সিনেটে বিল পাশ

বিনোদনের মাধ্যম হিসেবে গাঁজার ব্যবহার বৈধ করতে মঙ্গরবার কানাডার সিনেটে এ সংক্রান্ত বিলটি ৫২-২৯ ভোটে পাশ হয়েছে। খুব শিগগির এ আইনের বাস্তবায়ন করা হবে বলে ধারনা করা হচ্ছে।

৯০ বছর ধরে কানাডা গাঁজা কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিল পাশ হওয়ায় আগামী ২/৩ মাসের মধ্যেই কানাডায় গাঁজা ক্রয়-বিক্রয় বৈধ হিসেবে বিবেচিত হবে।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গাঁজার বাজার বৈধ করে আইন বাস্তবায়ন করতে যাচ্ছে কানাডা। আমেরিকা যুক্তরাষ্ট্রেও বিনোদনের মাধ্যম হিসেবে গাঁজার ব্যবহার বৈধ। বিশ্বের মোট ৩০টি দেশে শুধু চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ। সূত্র: গার্ডিয়ান

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর